
শিলিগুড়ি, ২০ জুলাইঃ মোবাইল ও টাকা চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। এদিন গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ী দুই নম্বর এলাকায় ফাঁদ পেতে বসে ছিল পুলিশ। আর সেখানে আসতে না আসতে ওই দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ওই দুই যুবকের নাম মেহেবুব খান ও ওয়াজিদ খান। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে এই দুই যুবক মোবাইল চুরির ঘটনার সাথে যুক্ত ছিল। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি চোরাই মোবাইলও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় মোবাইল চুরির ঘটনা ঘটছিল। এ নিয়ে শিলিগুড়ির বিভিন্ন থানায় অভিযোগও জমা পড়ছিল। এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
